Posts

Showing posts from October, 2018

আল্লাহর কাছে প্রার্থনা হোক তার শেখানো কালামের মাধ্যমেঃ (পর্ব-০৩)

Image
#বিষয়ঃ আল্লাহর পথে অবিচল ও কাফের দলের বিরুদ্ধে জয়ের জন্য দোয়া। رَبَّنَآ اَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرًا وَّثَبِّتۡ اَقۡدَامَنَا وَانصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡکٰفِر...

আল্লাহর উপর ভরসাকারী ও লেবাসধারী; আল্লাহর কাছে কার জন্য কি রয়েছে।

Image
( এইচ.এম নূর আলম ফয়সাল) ♦ইসলামের বিধান অনুযায়ী পূর্ণ উদ্যমে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কোন কাজ করার সাথে সাথে তার সফলতার জন্য পুরোপুরিভাবে আল্লাহর উপর আস্থা এবং ভরসা ও নির্ভর করত...

আল্লাহর কাছে প্রার্থনা হোক তার শেখানো কালামের মাধ্যমেঃ(পর্ব-০২)

Image
                  #সূরা_ ফাতিহা ♦অনুবাদঃ ১. সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা। ২. যিনি অতি মেহেরবান ও দয়ালু। ৩. যিনি বিচার দিনের মালিক। ৪. আম...

আল্লাহর কাছে প্রার্থনা হোক তার শিখানো কালামের মাধ্যমে

Image
                               @পর্ব-০১               (এইচ.এম নূর আলম ফয়সাল) ♦নিজের জন্য অথবা অন্যের জন্য দোয়া, প্রার্থনা এবং সাহায্য চাওয়া মুসলিম হিসেবে আমরা তা করে থাকি মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালার কাছে। কেননা এই বিশ্বজগতের একমাত্র রাজাধিরাজ তিনিই। তাই দোয়াতো তার কাছেই করতে হবে অথবা সাহায্যও শুধুমাত্র তার কাছেই চাইতে হবে, যিনি আসমান- জমিন, দুনিয়া- আখেরাত, মানুষ, প্রানীকূল, বৃক্ষরাজি তথা দৃশ্যমান -অদৃশ্যমান সব কিছুই সৃষ্টি করেছেন। ♦এজন্যই আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসেবে আমাদের সকল চাওয়া-পাওয়া, আবদার, অভাব, অভিযোগ একমাত্র তার কাছেই বলতে হবে, কেননা তিনি ছাড়া আর কারো ইখতিয়ার নেই মানুষের সমস্যা গুলো দূর করার। আর এক্ষেত্রে আমরা রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করতে পারি তার শিখানো কালিমা বা বাক্য গুলোর দ্বারা। যেগুলো তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ পবিত্র আল-কুরআনে বর্ণনা করেছেন। মূলত আল্লাহ তায়ালা পৃথবীতে বিভিন্ন সময় যেসব নবী- রাসূল প্রেরণ করেছেন, তারা অধিকাংশ সম...