আল্লাহর কাছে প্রার্থনা হোক তার শেখানো কালামের মাধ্যমেঃ (পর্ব-০৩)
#বিষয়ঃ আল্লাহর পথে অবিচল ও কাফের দলের বিরুদ্ধে জয়ের জন্য দোয়া।
رَبَّنَآ اَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرًا وَّثَبِّتۡ اَقۡدَامَنَا وَانصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡکٰفِرِيۡنَ﴾
“হে আমাদের রব! আমাদেরকে সবর করার তাওফিক দান করুন, আমাদের পা অবিচলিত রাখুন এবং এই কাফের দলের ওপর আমাদেরকে সাহায্য/ বিজয় দান করুন।” (সুরা-বাকারা: ২৫০)
এটি বনী ঈসরাঈল বংশের বাদশাহ তালুতের সেনাবাহিনীর দোয়া।
হযরত মুসা (আ) এর পর বনী ইসরাঈলরা ধীরে ধীরে তাওরাতের হেদায়েত থেকে বিচ্যুত হতে থাকলো। অবশেষে তাদের অন্যায় কার্যকলাপ সীমা ছাড়িয়ে গেলে তাদেরকে অমালিকা জাতির অধীন করে দেন। মুসা (আ) এর প্রায় ১হাজার বছর পর শামঈল নামে এক নবীর আবির্ভাব হলে বনী ঈসরাঈলরা নবীর কাছে নিজেদের জন্য একজন বাদশাহ মনোনয়নের দাবী করলো। আল্লাহর নির্দেশে নবী শামঈল তালুত নামক এক ব্যক্তিকে তাদের বাদশাহ মনোনয়ন করলেন। তালুত যখন বনী ঈসরাইলদের অধিকার আদায়ের জন্য অমালিকার রাজা জালুতের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন তখন তারা শত্রুদের মোকাবেলায় অবিচল থাকা, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ট প্রদর্শন না করা, শক্তি সঞ্চার এবং কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
সুত্র: তাফহীমুল কুরআন, তাফসীরে ইবনে কাসীর।
Comments
Post a Comment