রহমানের (আল্লাহ) বান্দাদের ১৩ টি গুণঃ

১· বান্দা হচ্ছে দাস; যে তার প্রভুর মালিকানাধীন এবং তার সমস্ত ইচ্ছা ও ক্রিয়াকর্ম প্রভুর আদেশ ও মর্জির উপর নির্ভরশীল
২· জমিনে নম্রতাসহকারে চলাফেরা করা
৩· যখন মুর্খরা কথা বলতে থাকে, তখন তাদেরকে সালাম বলা,
৪· নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়া
৫· আল্লাহকে ভয় করা (তাকওয়া অবলম্বন করা)
৬· ব্যয় করার ক্ষেত্রে মাধ্যম পন্থা অবলম্বন করে
৭· শিরক না করা
৮· অন্যায়ভাবে হত্যা না করা
৯· যিনা থেকে বেচে থাকা
১০· মিথ্যা সাক্ষ্য দেয় না
১১· অহেতুক কাজ করে না
১২· বুঝে বুঝে কুরআন অধ্যয়ন করা
১৩· আল্লাহর কাছে দোয়া করা

★সূরা ফুরকান থেকে।

Comments

পপুলার পোস্ট

দারসুল কুরআনঃ ইসলামী আন্দোলন ও বাইয়াতের গুরুত্ব | এইচ.এম নুর আলম ফয়সাল|আলোর মশাল ব্লগ

দারসুল কুরআন| রবের শ্রেষ্ঠত্ব ও শ্রেষ্ঠত্বের আহ্বানে করনীয় | সূরা মুদ্দাসসির (১-৭)

দারসুল হাদীস : পাচটি বিষয়ের নির্দেশ