দেশ ও জাতির কল্যাণে মাদ্রাসা ছাত্রদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

আজ বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইমরান খালেদ এ কথা বলেন।
হাফেজ মাওলানা ওসমান গনির পরিচালনায় ও মাওলানা ইয়াকুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা জাকির হোসেন, হাফেজ মাওলানা সৈয়দ আহমদ হেলাল, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নোমান গাজী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আলিয়া ও কাওমি শিক্ষা ব্যবস্থায় ভেদাভেদ দূর করে সমন্বিত একটি আধুনিক ইসলামী সমাজ গঠনের জন্য সম্মলিতভাবে মাদ্রাসা ছাত্রদেরকে কাজ চালিয়ে যেতে হবে। কোরয়ান -হাদিস ও সমসাময়িক জ্ঞানে দক্ষতা অর্জনে অন্ধকারাচ্ছন্ন এই সমাজকে পরিবর্তনের কার্যকরী  ভূমিকা পালন করতে হবে।

এইচ.এম নূর আলম ফয়সাল

Comments

Post a Comment

পপুলার পোস্ট

দারসুল কুরআনঃ ইসলামী আন্দোলন ও বাইয়াতের গুরুত্ব | এইচ.এম নুর আলম ফয়সাল|আলোর মশাল ব্লগ

দারসুল কুরআন| রবের শ্রেষ্ঠত্ব ও শ্রেষ্ঠত্বের আহ্বানে করনীয় | সূরা মুদ্দাসসির (১-৭)

দারসুল হাদীস : পাচটি বিষয়ের নির্দেশ