Posts

Showing posts from June, 2019

পরকালীন সাফল্য এবং মুক্তির পথ ঈমান ও আমলে সালেহঃ

Image
এইচ.এম নূর আলম ফয়সাল পরকালে মুক্তির পথের নাম ‘ঈমান ও আমলে সালেহ্।’ এই পথের অপর নাম ‘সিরাত আল মুস্তাকিম (সরল সোজা পথ)। কুরআন মজিদে ‘ঈমান’ ও ‘আমলে সালেহ্’কে মুক্তি ও সাফল্যের উপায় ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ বলেন : وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۖ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِن ثَمَرَةٍ رِّزْقًا ۙ قَالُوا هَـٰذَا الَّذِي رُزِقْنَا مِن قَبْلُ ۖ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا ۖ وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُّطَهَّرَةٌ অর্থ: যারা ঈমান আনবে এবং আমলে সালেহ্ করবে, তাদের সুসংবাদ দাও যে : তাদের জন্যে রয়েছে উদ্যান আর বাগবাগিচা, সেগুলোর নিচে দিয়ে বহমান থাকবে নদ-নদী ঝর্ণাধারা। আর তাদের জন্যে সেখানে থাকবে অনাবিল পবিত্র জুড়ি। (আল বাকারা : আয়াত ২৫) إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ يَهْدِيهِمْ رَبُّهُم بِإِيمَانِهِمْ ۖ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ فِي جَنَّاتِ النَّعِيمِ অর্থ: যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তাদের প্রভু তাদের ঈমানের ভিত্তিতে তাদের পরিচালিত করেন জান্নাতুন নায়ীম-এর দিকে, যে...

হে মানব! হতাশ হয়োনা, রবের ক্ষমা ও অনুগ্রহের দরজা তোমার জন্যই উম্মুক্তঃ

Image
এইচ.এম নূর আলম ফয়সাল পাহাড়সম পাপ ও মহাসমুদ্রের মত বিশাল গুনাহের ভান্ডার নিয়ে হতাশ ও নিরাশ না হয়ে প্রভূর দয়া, অনুগ্রহ ও ক্ষমার কথা স্মরণ করুন, এবং তার নির্দেশিত পথে এখনই ফিরে আসুন। নুর, হেদায়াত, আর কল্যাণের পথে থেকে পরকালীন সফলতার পথকে সতেজ করে তুলুন। (জাস্ট কয়েকটি আয়াত নিয়ে চিন্তা করুন) 🌷আল্লাহ্ তায়ালা বলেনঃ قُلۡ يٰعِبَادِىَ الَّذِيۡنَ اَسۡرَفُوۡا عَلٰٓى اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَةِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِيۡعًا‌ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِيۡمُ (হে নবী,) বলে দাও, হে আমার বান্দারা যারা নিজের আত্মার ওপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চিতভাবেই আল্লাহ‌ সমস্ত গোনাহ মাফ করে দেন। তিনি ক্ষমাশীল ও দয়ালু। (সূরা যুমার: আয়াত-৫৩) 🌷আল্লাহ্ তায়ালা বলেন: وَلَا تَايۡـَٔسُوۡا مِنۡ رَّوۡحِ اللّٰهِ‌ؕ اِنَّهٗ لَا يَايۡـَٔسُ مِنۡ رَّوۡحِ اللّٰهِ اِلَّا الۡقَوۡمُ الۡكٰفِرُوۡنَ‏‏‏- “এবং তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না, কেননা, কাফের সম্প্রদায় ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত হতে নিরাশ হয় না।” (সূরা ইউসুফ: আয়াত-৮৭) 🌷আল্লা...